চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (সাতবাড়ি) করোনা উপসর্গে রহিমা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী (১০ মে) রবিবার দুপুরে ডায়রিয়া নিয়ে মতলব ডায়রিয়া হসপিটালে ভর্তি হন। সেখানকার চিকিৎসক জানান, ওই নারীর শরীরে করোনা উপসর্গ (শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বর) ছিল।
এ সময় তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। রোগীর পরিবার তথ্য গোপন করে রহিমা বেগমকে চাঁদপুরের না নিয়ে গোপনে বাড়ি নিয়ে আশার পথে তিনি রোববার রাতে মারা যায়।
সোমবার রাত ১২টার দিকে ঘটনার তথ্য জানতে পেরে ঘটনাস্থলে ছুটেযান অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেন। রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা হাসপাতালের দায়িত্বরত ডাক্তার এসে মৃত নারীর শরীরের নমুনা সংগ্রহ করে।
এ রির্পোট লেখা মৃত নারীর দাফনের প্রস্ততি নিচ্ছে ইসলামী ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) তালুকদার আল মামুনসহ গনমাধ্যমের কর্মীরা।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১০ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur