চাঁদপুরের হাজীগঞ্জ শহর যুবলীগের আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে এক হাজার পরিবারকে খাদ্য উপহার প্রদান করা হয়েছে।
তিনি পৌরসভার ১২টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই উপহার প্রদান করেন।
২৭ এপ্রিল সোমবার দুপুরে হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কার্যালয়ের সামনে ১২ টি ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক জনি চৌধূরী জসীম, সদস্য হাসান গাজী, তৌহিদুল ইসলাম জুয়েল, আরিফ হোসেন রাজীব ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি ,২৭ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur