চাঁদপুরের হাজীগঞ্জে গত এক মাসের মাথায় তিন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে গত বছরের ১৬ ডিসেম্বর বুধবার হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু (৬০) ইন্তেকাল করেছেন। তিনি হাজীগঞ্জ বাজারের একটি প্রাইভেট হাসপাতালে মার যান। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
গত পহেলা জানুয়ারি শনিবার ঢাকা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজীগঞ্জ প্রেসক্লাবের আরেক সদস্য সাংবাদিক জাকির হোসেন লিটন মৃত্যুবরণ করেন। ওই রাতে পৌর এলাকার ধেররা নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সর্বশেষ গত ১০ জানুয়ারি সোমবার রাতে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাজসজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবু তাহের মিসবাহ্ (৪৮) মৃত্যুবরণ করেন। হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ড বিলওয়াই গ্রামের হাজী বাড়িতে মরহুমের জানাযা শেষে দাফন করা হয়। তিনি স্ত্রী ও ৫ মেয়ে রেখে গেছেন।
তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে দেখা যায়, হাজীগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘটনের নেতৃবৃন্দ।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ১৬ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur