মজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার,বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি। এ স্লোগানকে সামনে রেখে দেশে চলমান নারী ধর্ষণসহ নানা অপরাধ জিরো টলারেন্স রাখতে প্রশাসনের এমন উদ্যাগ।
হাজীগঞ্জ থানা পুলিশ একদিনে এক যোগে ১৬টি এলাকায় বিট পুলিশিং মত-বিনিময় সভার আয়োজন করেছে।
১৭ অক্টোবর, শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা ও পৌর এলাকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উক্ত সভা সম্পন্ন করেন।
বিট পুলিশিং মত-বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (তদন্ত) আ.রশিদসহ এস আই ও এএসআইগণ এক এক বিট সভায় যোগদেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্ব স্ব স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, আমরা ইতোপূর্বে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেছি। পুলিশের আইজির বিশেষ নির্দেশনায় এক যোগে ১৬ টি স্পটে বিট পুলিশিং মত-বিনিময় সভা সম্পন্ন করেছি।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৭ অক্টোবর ২০২০