Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে একইদিনে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে
করোনা

হাজীগঞ্জে একইদিনে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে একইদিনে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা গেছেন।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টায় মারা যান পৌর এলাকার দেররা পাটওয়ারী বাড়ির লিপি আক্তার (২০) ও বিকেলে একই ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের শাহজাহান সাজু (৬৫)।

এর আগে সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর অলিপুর গ্রামের শহিদুল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান।

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক লিপি আক্তার ও সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, মৃত দু’জনের করোনাভাইরাস নমুনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

লিপি আক্তারের স্বামী ফারুক পাটোয়ারী জানিয়েছেন,মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

হাজীগঞ্জ উপজেলায় মঙ্গলবার মৃত ৩ জনসহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।

সোমবার দুপুরে সদর ইউনিয়নের মৈশায়িদ গ্রামের রেখা বেগম নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এছাড়া মঙ্গলবার ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ৫ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জনের নেগেটিভ আসে। আর ৩ জনের নমুনা সংগ্রহ সঠিক হয়নি। তাদের নমুনা পুনরায় সংগ্রহ করে পাঠানো হয়েছে।

বার্তা কক্ষ ৬মে ২০২০