হাজীগঞ্জে  উপ-নির্বাচনে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আগামী ০৯ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জে ০১ নং   রাজারগাঁও ইউপি চেয়ারম্যান পদে  উপ-নির্বাচন  উপলক্ষ্যে মঙ্গলবার(৫ মার্চ) ৭৭ জন প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং  কর্মকর্তা এবং ১৩২ জন পোলিং অফিসারসহ ২০৯ জনের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়।

 প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এসময় থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কমকর্তা ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোছাইন।

এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,০১ নং   রাজারগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান আব্দল হাদীর মৃত্যুর পর বাংলাদেশ নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করেন।তারই আলোকে চেয়ারম্যান পদে-নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও ১০ নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ডাটরা-শিবপুরে ০৯ নং ওয়ার্ডে মেম্বা র (পুরুষ) পদে উপ-নির্বাচনে ০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৫ মার্চ ২০২৪

Share