হাজীগঞ্জে ৫০ পিচ ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ শনিবার (১৩ আগস্ট ) দুপুরে বাজারের হলুদ পট্টি মূখ হতে যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

আটককৃত যুবক পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের জনৈক প্রবাসীর ছেলে ফাহাদ হোসেন।

থানা সুত্রে জানা যায়, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। ফাহাদকে ইতোপূর্বেও মাদক সেবন ও বিক্রয় করার অপরাধে আটক করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট ) তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হবে।

[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/joy.jpg” ] প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ [/author]

: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ১৩ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ