ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ শাখার কাউন্সিল অধিবেশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার হাজীগঞ্জ বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, এ পৃথিবীতে নবীকরিম হযরত মোহাম্মদ (সা.) নানা সংকট মোকাবেলা করে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর রহমতে সেইসব কাফের গনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে গেছেন। আমরা নবীর উম্মত হিসাবে কোরানের আলো নিয়ে এগিয়ে যাব, সফলতা একদিন আসবেই। গত নির্বাচনে যারা বিরোধিতা করেছে আগামি নির্বাচনে তারাই হেদায়েত হয়ে চেয়ার মার্কায় ভোট দিবেন। তাই আপনারা রাজপথে থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিবেন এবং চেয়ার প্রতীকে ভোট দেওয়ার আহবান জানাবেন।
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক মাও. মাসুম বিল্লাহ ও জোবায়ের আল মাহমুদের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব মোশারফ হোসেন হেলালী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলা শাখার সভাপতি আল্লামা নাজমুল হক নক্সবন্ধী ও সাধারন সম্পাদক এস এম হুজ্জাতুল্লাহ নক্সবন্ধী।
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক মনির হোসাইন।
এসময় বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হাসেম মিয়াজী, সহ-সভাপতি মাহমুদ শাহ মোজাদ্দেদী, রফিকুল ইসলাম হেলালী, সাংগঠনিক সম্পাদক মাও. খাজা মো. জোবায়ের, মাও. তাফাজ্জল হোসেন, কাউন্সিল অধিবেশন এর আহবায়ক মাষ্টার দেলোয়ার হোসেন ও সচিব জোবায়ের আল মাহমুদ প্রমুখ।
পরে কাউন্সিলরদের সমর্থনে সভাপতি পদে জাকির হোসেন মিয়াজী ও সাধারন সম্পাদক মাষ্টার দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১গ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur