চাঁদপুরের হাজীগঞ্জে ইসরাঈলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী মাজলুম ফিলিস্তিনের গাঁজাবাসীর আহবানে হরতালের সমর্থনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) হাজীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কয়েকশ মুসুল্লি অংশগ্রহণ করেন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজার সম্মুখে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশে আমেরিকান ও ইসরাঈলি পন্য বয়কটের আহবান জানান বক্তারা।
সমাবেশে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক সুমন মোল্লা, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. নূরে আলম সিদ্দিকী, শ্রমিক আন্দোলনের সভাপতি আকতার হোসেন নিপু। ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি আক্তার হোসেন আকনের উপস্থাপনায় বক্তব্য শেষে স্বাধীন ফিলিস্তিনি, নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এসময় ইসলামী আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, যুবনেতা হাফেজ শাহজালাল, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ্ আল মামুন, ছাত্রনেতা হাফেজ শরীফুল ইসলাম, আব্দুল কাদের সহ উপজেলা ও পৌর ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়, ৭ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur