হাজীগঞ্জে ইয়াবাসহ ডোম সুমন আটক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৭০ পিস ইয়াবাসহ ডোম সুমন নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে হাজীগঞ্জ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড মহিমাবাদ গ্রামের কাশারী বাড়িতে বসবাস করেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোম সুমনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আটকের পর তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১৭ জানুয়ারি ২০২৬