চাঁদপুরের হাজীগঞ্জে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
২৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজারস্থ জনৈক বিশম্বরের সেলুন দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ১১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তেত্রিশ হাজার টাকা।
আটককৃত মাসুদ শেখ হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের শেখ বাড়ির জাহাঙ্গীর হোসেন শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়, সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য এবং ইয়াবা বিক্রয় করে আসছেন।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর নির্দেশনায় ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মুহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে এস আই (নিরস্ত্র মোঃ ইউনুছ মিয়া, এ এস আই সুপম তালুকদার, এ এস আই সুজন কুমার দাশ’দের নেতৃত্বে হাজীগঞ্জ থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ জানিয়েছেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর হাজীগঞ্জ থানার ,এফআইআর নং-২৮/২৫৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৮ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur