জাতীয় পর্যায়ে শীর্ষ বেসরকারী প্রতিষ্ঠান ইপসার ৪০ বছর পূর্তি, গুণিজন সংবধর্ণা ও শিশু-কিশোর আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইয়া একাডেমি মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে এ গুণিজন সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
‘ইপসা সমৃদ্ধি কর্মসূচি’ অধীনে এদিন সকালে ওই ইউনিয়নের প্রবীণ, যুবক-যুবতী, কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে জমায়েত এবং জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ইউনিয়নের কৃতিসন্তানের সংবর্ধনা সরূপ গুণিজন সম্মামনা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ করেন, সাংবাদিকতায় দৈনিক আমার দেশ পত্রিকার অর্থনৈতিক রিপোর্টার কাওসার আলম, সমাজসেবায় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ক্রীড়া ব্যক্তিত্বে আবুল বাসার মুন্সী, সাংস্কৃতিতে ইকবাল হোসেন, শ্রেষ্ঠ সন্তান ড. শফিকুর রহমান ও হুমায়ুন কবির, যুব সম্মাননা আল মামুন ফরাজী, নিলয় সাহা, শাখাওয়াত খন্দকার, মোস্তফা কামাল, শাহাদাৎ হাজী, ছালেহা বেগম, সাদিয়া, মালতি রানী, জান্নাত আক্তার ও আসমা আক্তার।
ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, বিশেষ অতিথি ইপসার পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোর্শেদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন, ইপসার এরিয়া ম্যানেজার ও ফোকাল পার্সন সমৃদ্ধি কর্মসূচি রুবেল উদ্দীন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য সানজিদা আক্তার ও জাবের হোসেন এবং ইপসার ধারণাপত্র পাঠ করেন, হাজীগঞ্জ শাখার সানজিদা ও শাহরাস্তি শাখার রুহুল আমিন। সমৃদ্ধি কর্মসূচির সহকারী সমন্বয়কারী কাবির ফয়সালের উপস্থাপনায় বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৬ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur