চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ইঁদুর মারতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ২৩ মার্চ সকালে গোবিন্দপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত্যু হওয়া বৃদ্ধ আব্দুর রশিদ (৬৫)। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,সকালে ইঁদুর মারতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করতে ছিলেন। এসময় অসাবধানতায় বিদ্যুতের শর্ট সার্কিটে তার মৃত্যু হয়।
ইউপি সদস্য সাইফুল ইসলাম বকুল বলেন,‘ বৃদ্ধ আব্দুর রশিদের মৃত্যুর খবর পেয়ে আমরা দেখতে গেছি। সকালে তার মৃত্যু হয় ।’খবর পেয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রশিদ ও ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন।
মনিরুজ্জামান বাবলু , ২৩ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur