চাঁদপুরে একদিনে ১৮ জন করোনা আক্রান্তের খবরে তোড়পাড় সৃষ্টি হয়েছে। এরই মাঝে একই দিন হাজীগঞ্জে আরো এক ভাড়াটিয়ার করোনা রির্পোট পজেটিভ আসে। এ নিয়ে একদিনে জেলায় সর্বোচ্চ ১৯ জনের রির্পোট পজেটিভ আসে।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৮ জন
২০ মে বুধবার হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে হক ম্যানশনের ৫ম তলার এক ভাড়াটিয়ার করোনায় আক্রান্তের রির্পোট পজেটিভ আসে।
আক্রান্ত ভাড়াটিয়া উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের মৃত আ. হামিদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০) ।
তিনি ঢাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
গত রোববার গোপনে হাজীগঞ্জে পৌর ৫নং ওয়ার্ডের ৫ম তলায় নিজের ভাড়া বাসায় উঠে। ঐ দিনে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করানোর জন্য নমুনা প্রদান করেন। সেই রির্পোট ২০ মে বুধবার বিকেল ৫ টার দিকে পজেটিভ আসে।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আ. রশিদ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহাসহ উক্ত ৬ তলা ভবনটি পুরো লকডাউন করে দেয়।
এ নিয়ে একই ওয়ার্ডে দুইজন করোনায় আক্রান্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২১ মে ২০২০