চাঁদপুরের কচুয়া পৌর বাজারের সূলতান ভূঁইয়া কমপ্লেক্সের ২য় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর কুমিল্লা জোনের আওতায় ৪৬তম শাখার বনার্ঢ্য উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুরে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও অফিসার মো. মোজাম্মেল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,যুগ্ম সাধারন সম্পাদক মোতাহের হোসেন প্রধান দুলাল, ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইসলামী ব্যাংক ফার্স্ট এ্যাসিষ্ট্যন্ট ব্যাংকার মো. মনিরুজ্জামান, সাচার শাখা ব্যবস্থাপক লুৎফুল্লা হিল মাজিদ।
কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন বাটা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, পৌর কাউন্সিলর মো. শরীফ আহমেদ মিয়া ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া এজেন্ট ব্যাংকিং এর কচুয়া শাখার উদ্যোক্তা ও মের্সাস আকতার ট্রেড লিংক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, কচুয়া বড় মসজিদের খতিব মুফতি মো. মাহবুবুর রহমান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
০৪ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur