উপজেলা সংবাদ

হাজীগঞ্জে আটক-বর্জনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র রফিক পাটওয়ারীকে আটক করেছে পুলিশ। একই সময়ে ওই ইউনিয়নে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম নির্বাচন বয়কট করে সংবাদ সম্মেলন করেছেন।

উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ব্যাপক ভাংচুর ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। নৌকা প্রতীক সমর্থিত প্রার্থীর কর্মীরা এ ঘটনা ঘটায়।

৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে ভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থী জামাল হোসেন। তিনি বলেন ‘১ থেকে ৮নং কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা নিজেরাই নৌকা মার্কায় সিল মারছে।’

৫নং সদর ইউনিয়নের অলিপুর কেন্দ্র থেকে সকাল সাড়ে ৭টায় নৌকা মার্কার সিলমারা অবস্থায় ৩’শ ব্যালট পেপার উদ্ধার করে।

একই ইউনিয়নের মৈশাইদ, মাতৈন ও সপ্তগ্রাম কেন্দ্রে কেন্দ্র দখলের চেষ্টা করলে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে।
৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকোরা, টঙ্গিরপাড়, হাড়িয়াইন ভোট কেন্দ্র দখল করে  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদারের (আনারস প্রতীক) জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন মিয়াজী।

মাজহারুল ইসলাম অনিক[/author]

: আপডেট ৫:৪০ পিএম, ২৩ এপ্রিল  ২০১৬, শনিবার

ডিএইচ

Share