চাঁদপুরের হাজীগঞ্জে আইদি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত দুই। নিহত চালক চাঁদপুর ওয়াবদা গেট পৌর খালিশাডুগী এলাকার মৃত সলেমান গাজীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)। নিহত মোহাম্মদ আলী তিন মেয়ে ও স্ত্রী রেখে মারা যান।
২৩ অক্টোবর বুধবার সকাল ৯ টার দিকে হাজীগঞ্জ থেকে আসার সময় চাঁদপুর মুখী আইদি বাস ধেররা নামক স্থানে এলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয় আর সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী তুহিন মিয়া বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে তেমন কোন গাড়ী ছিল না। তার পরেও পাশ কাটতে গিয়ে বাসের ডান সাইড লেগে সিএনজি কয়েকটি গড়িমসি খেয়ে পড়ে যায়।
এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার নিহতের পড়ে থাকা লাশ এবং গাড়ীগুলো থানায় নিয়ে আসেন।
রাত ৭ টার মধ্যে কোন মামলা না হয়ে উভয় পক্ষের মধ্যে একটা সমাধানে আসে পক্ষদ্বয়। যে কারনে আর কোন মামলা হয়নি বলে জানা যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৩ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur