হাজীগঞ্জে তিন সন্তানের পিতা-মাতা অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৪৫ দিনের কারাদণ্ড দেয় ।
জানা যায়, পৌর এলাকার টোরাগড় গ্রামের তফদার বাড়ীর ইমাম হোসেনের বউ তিন সন্তানের জননী পারভীন বেগম (৩৫) ও একই বাড়ীর আলী আশ্রাফ মিয়ার ছেলে তিন সন্তানের জনক শুকু মিয়া (৩৮) এর সাথে দ্বীর্ঘ দিন ধরে গভীর সম্পর্ক চলে আসছে। তারই সুবাদে উপজেলার পাতানিশ গ্রামে গত ৮ দিন ধরে একটি বসত ঘরে উভয়ে থাকার কথা জানাজানি হয় ।
পরে পারভীন বেগমের মা নূরজাহান,স্বামী ইমাম হোসেন এবং সন্তানরা মিলে গত মঙ্গলবার হাজীগঞ্জ থানায় অভিযোগ দিলে এস আই মনিরুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ওই দিন বিকেলে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওলিউজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ তিন সন্তানের জনক-জননীকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪৫ দিনের জেল প্রদান করেন ।
জহিরুল ইসলাম জয়,হাজীগঞ্জ :প্রতিনিধি/ ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur