হাজীগঞ্জ

হাজীগঞ্জে অশ্লীল লিফলেট বিতরণ : দু’জনের সাজা

হাজীগঞ্জ বাজারে অশ্লীল লিফলেট বিতরণের দায়ে ২ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার হাজীগঞ্জ বিশ^রোড মোড়ে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে কবিরাজ মর্ডান হারবাল সেন্টার নামের ওই প্রতিষ্ঠানের ২জন লিফলেট বিতরণকালে হাজীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভোক্তা অধিকার আইনে ওই দু’জনকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কবিরাজ মর্ডান হারবাল সেন্টারের স্বত্ত্বাধিকারী কবিরাজ মো. নুরুল ইসলাম জরিমানা দিতে অস্বীকৃতি জানানোর কারণে দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ওই কবিরাজের সাথে আলাপকালে তিনি জানান, আমি কোনো জরিমানা দিতে পারবো না।

 আপডেট: ১১:১২ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share