চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ মে) সকালে ওই গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাবুল হাওলাদারের স্ত্রী রুবি বেগম তার একতলা বিল্ডিংয়ের ছাদ ঝাড়ু দিতে গিয়ে দেখে ছাদের উপর দিয়ে বিদ্যুৎয়ের একটি লাইন অন্য বাড়িতে নেয়া হয়েছে। রুবি বেগম তারটি হাত দিয়ে সরিয়ে ঝাড়– দিতে গেলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যান। ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা অবৈধ বিদ্যুৎ সংযোগটির মূল মালিক সাবেক মেম্বার মানিক মিয়ার ভাই আরিফ দৌড়ে এসে ঘরে ডুকে মেইনসুইচ বন্ধ করে দিলে গৃহবধূ প্রাণে রক্ষা পায়। কিন্তু রুবি ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়।
এ সময় পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
হাসপাতালে গিয়ে রুবির আত্মীয় স্বজনের কাছ থেকে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ সাবেক মানিক মেম্বার পল্লী বিদ্যুতের লোকদের সাথে আঁতাত করে তার মিটার থেকে বেশ কয়েকটি ঘরে অবৈধ সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। সে সংযোগ থেকেই এই দুর্ঘটনার ঘটেছে। বর্তমানের রুবি বেগম চাঁদপুর সদর হাসপাতালে মূমুর্ষু অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর দাবি এ ধরনের অবৈধ সংযোগ থেকে যে কোন মুহূর্তে আরো বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। সংযোগগুলো থেকে সরকার রাজস্বও হারাচ্ছে।
এ বিষয়ে অবৈধ সংযোগকারী মানিক মেম্বারের সাথে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ২৫ মে ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur