মতলব দক্ষিণ

হাজীগঞ্জের ‘অপহৃতা’ তরুণী মতলবে উদ্ধার : ‘প্রেমিক’ আটক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে ‘অপহৃত তরুণীকে’ সোমবার (৩ অক্টোবর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার কলাদী ঘোষপাড়া মিনার চৌধুরীর বিল্ডিং এর প্রেয়সী বিউটি পার্লার থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসয় তার ‘প্রেমিক’ ফারুককে আটক করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, জানা যায়, কংগাইস গ্রামের ২১ বছর বয়সী তরুণীর সাথে হাটিয়া গ্রামের ইমান আলীর ছেলে ফারুকের ‘প্রেমের সর্ম্পক’ তৈরি হয় । গত ৩০ সেপ্টেম্বর হাজীগঞ্জের নিজ গ্রাম থেকে অপহরণ হয়েছে বলে তার বড় বোন নাজমিন আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় গত ২ অক্টোবর অপহরণ মামলা (নং-০২)দায়ের করেন।

এ ব্যাপারে মামলার বাদী নাজমিন চাঁদপুর টাইমসকে জানায়, ‘গত ৩০ সেপ্টেম্বর সকালে আমার বোনকে তার প্রেমিক ফারুক মুঠোফোনে আলীগঞ্জ বাজারে ডেকে নেয়। ওই সময় আমি ফারুক ও আমার বোনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং আমার বোনকে নিয়ে সিএনজি অটোরিক্সায় যোগে বাড়িতে রওনা দেই। পথিমধ্যে সিএনজি গতিরোধ করে ফারুকসহ ওই অজ্ঞাত ব্যক্তিরা আমাকে টেনে হিঁছড়ে নামিয়ে দিয়ে বোনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আমি থানায় মামলা দায়ের করি।’

মামালা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন চাঁদপুর টাইমসকে জানান, ‘প্রযুক্তির মাধ্যমে অপহৃতার অবস্থান নির্ণয় করা হয়। পরে মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় মতলব পৌরসভা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।’

এদিকে আটক লাকীর প্রেমিক ফারুক বলেন, ‘আমাদের দু’জনকে আলীগঞ্জ বাজারে দেখে নাজমিন আমাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর নাজমিন তার বোনকে মারধর করলে সে বাড়ি থেকে রাগ করে চলে যায়।’

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ০৩ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ
Share