চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আলোচিত অপহরণ মামলায় শিক্ষক শরীফ হোসাইন সহ দুই জনকে আটক ও অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
১১ মার্চ বুধবার সকালে ঢাকা ও কুমিল্লা অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরীফ হোসাইন ও তার দুলাভাই মনির হোসেন (৩২)।
অপহৃত এসএসসি পরীক্ষার্থী হাজীগঞ্জ পৌরসভার তপন সাহার মেয়ে ঋত্বিকা সাহা। সে চলতি বছর এসএসসি পরীক্ষা দিলেও ব্যবহারিক পরীক্ষা দেয়নি। গত ২৩ ফেব্রুয়ারি পরীক্ষা কেন্দ্র থেকে আর বাসায় ফিরেনি।
এই ঘটনায় পরীক্ষার্থীর চাচা অর্পণসহ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় গত ২৩ ফেব্রুয়ারি একটি অপহরণ মামলা দায়ের করেন। তারপর থেকে পুলিশ শিক্ষক ও শিক্ষার্থীদের হন্য হয়ে খুঁজতে থাকে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি বলেন,আটককৃতদের বৃহস্পতিবার চাঁদপুর আদালতে হাজির করা হবে। ওই সময় উদ্ধারকৃত পরীক্ষার্থীকেও আদালতে হাজির করানো হবে।
স্পেশাল করেসপন্ডেট,১১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur