হাজীগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর পল্লী বিদ্যুৎ-১ অফিসের গেটের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. এমরান হোসেন নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। ২ এপ্রিল রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমরান হোসেনের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ওড়পুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় হাজীগঞ্জগামী একটি সিএনজি এমরান হোসেনকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ প্রতিনিধি, ২ এপ্রিল ২০২৩

Share