চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ সেপেটম্বর শনিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় মনির ফিলিং স্টেশন সংলগ্ন হাসানের কুলিং কর্নার নামে দোকানের সামনে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্ত করে হস্তান্তর করা হবে।
করেসপন্ডেট,২০ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur