চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে ভবঘুরে এক বৃদ্ধ নারী ভিক্ষুকের লাশের পরিচয় গত এক মাসেও জানা যায়নি। গত বছরের ৩১ ডিসেম্বর উপজেলার রাজারগাঁও গ্রামের মো. শাহজান খানের বাড়ীর পুকুরের পাকা ঘাটলার পানির নিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে ঐ দিন বিকালে হাজীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহন করে। এ সংক্রান্ত হাজীগঞ্জ থানার জিডি নং ১৭০৬, তাং ৩১/১২/২৪ ইং। উক্ত বৃদ্ধ নারী মহিলাকে কেউ চিনে থাকলে হাজীগঞ্জ থানায় যোগাযোগ করার অনুরোধ করা গেলো।
নিজস্ব প্রতিবেদক,৪ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur