চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর মোল্লা বাড়ির এক পরিবারের লোকজন অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে ওই বাড়ির আবদুল কুদ্দুস মোল্লা, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, পূত্রবধূ ফারজানা ও নাতনী শ্রাবন্তী ওইদিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে তার আত্মীয়-স্বজনরা একাধিকবার মুঠোফোনে কল করলেও তা রিসিভ করতে না পারায় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে দেখে ওই ঘরের লোকজন বেহুঁশ হয়ে পড়ে আছে। এ অবস্থা দেখে তাদেরকে চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শ্রাবন্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই বাড়ির লোকজন জানায়, ওইদিন রাতে ওই বাড়ির লোকজন রান্না করা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সম্ভবত ওই খাবারের কেউ বিষাক্ত কোনো কিছু মিশিয়ে রেখেছিল।
স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০১:১০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur