রাতের আঁধারে পুড়ে গেছে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান। চাঁদপুরের হাজীগঞ্জের রামপুর উত্তর বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা ধারণা করছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
১৬ মে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবাসায়ীরা হলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ খোকন, অরুণ কর্মকার, মো. সেলিম, মো. ফখরুল ইসলাম, হরি কর্মকার ও মোহাম্মদ সোহেল। এর মধ্যে বেশির ভাগ মুদি দোকান, স্বর্ণের দোকান, চা দোকান ও ফলের দোকানদার।
বাজার ব্যবসায়ী সভাপতি এস এম মানিক জানান, ভোররাতে শর্টসার্কিট থেকে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, রাতে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি আট দোকানের সব ছাই হয়ে গেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন পারভেজ জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট, ১৭ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur