চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার আইসিটি প্রভাষক মেহেদী হাসান। গেল তিন বছর ধরে প্রবাসে তিনি। মাঝে মাঝে তিনি দেশে আসেন। মাদ্রাসায়ও যান। হাজিরা খাতায় খালি থাকা ঘরে একসাথে সব স্বাক্ষর দিয়ে থাকেন। তবে ক্লাস নেন না। ক্লাস না নিয়ে তুলে নিচ্ছেন বেতন ভাতা। তার এমন অদৃশ্য প্রভাবে যেন কোণঠাসা মাদ্রাসা কর্তৃপক্ষ।
তার অনুপস্থিতিতে আইসিটি বিষয়ে ধারাবাহিক ভাবে ফলাফল বিপর্যয়। চলতি বছরে আলিমে ৩৩ জনের মধ্যে ৮ পরীক্ষার্থী ফেল করেছে। তারা সবাই আইসিটি বিষয়ে ফেল আইসিটি বিষয়ে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বিষয়টি দ্রুত সমাধান ও মাদ্রাসায় পড়াশোনার মান বৃদ্ধির তাগিদ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আলিম শিক্ষার্থীরা বলেন, আলিম প্রথম বর্ষে নতুন ভর্তি হইছি। আর আমাদের এখানেতো আইসিটিতে একজন ম্যাম ক্লাস নেয় আর মেহেদী নামের কোনো স্যারকেতো চিনি না। আলিম পর্যায়ে আইসিটি তো নেয় সিরোতাজ ম্যাডাম। আমরা দুই-তিন মাস ধরে ক্লাস করি আমরাতো পাচ্ছি না। উনি বাহিরে আছে। আমরাতো এতোটুকুর বেশি জানি না। আমাদের মাদ্রাসায় একজন আইসিটি টিচার দরকার এমপিওভুক্ত।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সদস্য দুলাল মিয়া বলেন, ‘আমরা যখন কমিটিতে ছিলাম ৫ আগস্টের আগে তখন বার বার প্রিন্সিপাল এটা কমিটির মিটিংয়ে নলেজে আনছে যে, হে দীর্ঘদিন অনুপস্থিত। আমরা একটা বিষয় জানলাম যে- হে অনুপস্থিত, আমরা প্রিন্সিপালরে অনুরোধ করছি ওরে এপসেন্স দেওয়া হোক।
কিন্তু আমরা বিশ্বস্তসূত্রে জানি যে সে দেশের বাহিরে আছে। এরপরে আমরা ওখান থেকে চলে আসি। পরে জানলাম সে বিশেষ কাজে কোথায় যাবে তার পরিবর্তে একজন ফক্সি শিক্ষক দিবে। এটা কিন্তু আমরা কমিটি অনুমোদন করিনি। আমরা বার বারই বলেছি সে যদি চাকুরী না করে তাহলে এখানে রিজাইন লেটার দেক। তো আমি যতটুকু জানি এখন পর্যন্ত সে এখানে নাই। সে হয়তো বাংলাদেশেও নাই। সে কুয়েত বা বিভিন্ন দেশে বিভিন্ন কাজে চলে যায়। সে এখানে ক্লাস করায় না। পরিক্ষায় এখানে বার বারই আইসিটি পরিক্ষাটায় অনেক পোলাপান ফেল করে।’
বেলচোঁ বাজার পরিচালনা কমিটির সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী মহন বলেন, ‘শিক্ষকদের এখানে সমস্যা আছে। দাখিলের কেন্দ্র হিসেবে শিক্ষার হার অন্যান্য প্রতিষ্ঠান থেকে এখানে পরিক্ষা দিতে এসে ১০০% পাস করে। কিন্তু আমাদের এ প্রতিষ্ঠানে ৫০% ও পাস করে না। এটার জন্য শুধু একমাত্র প্রতিষ্ঠান প্রধানই দায়ী। আইসিটিতে প্রথম প্রথম দেখলাম যে আইসিটিতে বেশিরভাগ ফেল। এই ৬ বছরে দূর্নীতির পাহাড় এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। ’
জানাযায়, প্রভাষক মেহেদী হাসানের বাড়ী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামে। সেখানে গিয়ে কথা হয় পরিবারের সদস্যের সাথে। তারা জানান, গত তিন বছর ধরে মেহেদী হাসান কুয়েতে আসা যাওয়া করছে।
কুয়েতে কত বছর থাকে? প্রভাষক মেহেদী হাসানের ভাবীর কাছে জানতে চাইলে বলেন, কুয়েতে উনি যায় আবার চলে আসে। কুয়েতে আসা-যাওয়া করে তিন চার বছর হবে।
তবে মে মাস থেকে প্রভাষক মেহেদী হাসান অনুপস্থিত ও বেতন বন্ধ। এর আগে তিনি মাদ্রাসায় যেতেন, ক্লাস নিতেন খন্ড কালীন আরেক শিক্ষক- এমন দায়সারা বক্তব্য দেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
তিনি বলেন, মেহেদী হাসান উনি গত মে মাসে ১৭ তারিখ থেকে এই মাদ্রাসায় বিনা অনুমতিতে অনুপস্থিত। আমরা অনেক খোঁজ খবর নিয়ে দেখছি যে উনি দেশে নাই- দেশের বাহিরে আছেন। তো উনি প্রোপারলি কোন ছুটি নিয়ে আমাদের থেকে যাননি। তারপর তদন্ত কমিটির তিনটা নোটিশ উনার বাড়িতে পৌঁছানো হয়। এই পর্যায়ে আছে। আইনগত ব্যবস্থা এতোটুকু নেয়া হইছে। সম্ভবত মে মাস পর্যন্ত বেতন নিয়েছে।
এর আগেও একবার তার চার মাসের বেতন বন্ধ করা হইছে। তখনও উনি যে চার মাস ছিল বাহিরে। আবার যখন যোগদান করছে, তখন আবার বেতন দেয়া শুরু হয়।
তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অফিসিয়াল প্রসিকিউটরের পাশাপাশি ক্লাস না নিয়ে বেতন নিয়ে থাকে, তার কাছ থেকে এগুলো আদায় করাসহ বিধিমোতাবেক সকল ধরণের শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমরামুল ছিদ্দিকী বলেন, এ বিষয়ে আমি দুই মাস পূর্বেই একটি অভিযোগ পেয়েছি। অভিযযোগ পাওয়ার সাথে সাথেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করে দিয়েছি। কমিটির তদন্ত রিপোর্টটা আমি এখনও হাতে পাইনি। পাওয়া মাত্রই বিধিমোতাবেক ব্যবস্থা নিবো। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আমি অফিসিয়াল প্রসিকিউটরের পাশাপাশি যদি সে কোন ধরণের ক্লাস না নিয়ে বেতন নিয়ে থাকে, তার কাছ থেকে এগুলো আদায় করতে হবে। যত ধরণের শাস্তির ব্যবস্থা নেয়া প্রয়োজন, আমরা অবশ্যই সেটা করবো।
এদিকে প্রভাষক মেহেদী হাসানের সাথে যোগাযোগ ও ম্যাসেজ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। তিনি আইসিটি বিষয়ের প্রভাষক হিসেবে ২০২২ সালের ১ ফেব্রুয়ারীতে বেলচোঁ কারিমাবাদ আলিম মাদ্রাসায় যোগদান করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur