সিলেটে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া বনফুলের শ্রমিক রায়হান রাব্বী ওরফে রাজুর (২০) গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে চলেছে শোকের মাতম। ছোট একভাই, দুই বোন, বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
মা রেনু বেগমের প্রলাপ যেন থামবার নয়। পাড়া প্রতিবেশীরা সান্ত্বনা দিতে এসে যোগ দিচ্ছেন কান্নার মিছিলে।
মা রেনু বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার আদরের সন্তানকে মারলো কে? রাজুরে ফিরাইয়া দে, আমি বিচার চাই খুনি’গ।
রাজু হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পূর্বপাড়া চৌকিদার বাড়ির হারুনুর রশিদের ছেলে। তিন ভাইয়ের মধ্যে রাজু দ্বিতীয়। রাজুর দুই বোনও রয়েছে।
মাস তিনেক আগে রাজুকে সিলেটের খাদিমপাড়া বিসিক শিল্প নগরী এলাকার খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল কোম্পানিতে কাজে দেয় বড় ভাই মাসুদুর রহমান পারভেজ। গত শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দুর্বৃত্তরা রাজুকে ছুরিকাঘাতে খুন করে। এসময় শরীয়তপুরের দামড়া ধনই গ্রামের মৃত হাসু ডাক্তারের ছেলে তাবু মিয়াও (২৮) খুন হয়। এ হামলায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজুর বাবা হারুনুর রশিদ বলেন, ‘১০/১২ দিন আগে ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার রাজুকে বিনা অপরাধে যারা মেরেছে, তাদের বিচার চাই।
প্রসঙ্গত, ৬ জানুয়ারি সকালে সিলেটের শাহ্পরান থানাধীন পরগণা বাজারে আহত রাসেলসহ বিসিকের কয়েকজন কর্মচারী ফুটবল খেলতে যায়। ওই দিন খেলা নিয়ে এক যুবকের সঙ্গে মারামারি হয়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় হামলাকারীরা রাজুর ঘাড়ে ও পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার দুই সহকর্মী আহত হন। এতে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রাজুর ভাই মাসুদুর রহমান পারভেজ বাদী হয়ে ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ইতোমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খাদিমপাড়া এলাকার রকি, পঙ্খি ও জামাল নামের ৩ জনকে আটক করেছে।
|| আপডেট: ০৪:৫৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur