হাজীগঞ্জের বেলচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে । ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সরকার ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে অহিদুল ইসলাম চৌধুরী মহন, সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে সহ সভাপতি শাহাজালাল সোহাগ, সহ সাধারণ সম্পাদক হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল সরকার, কোষাধ্যক্ষ নুরুন্নবী, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, বানিজ্য সেলিম মুন্সি, ১নং ওয়ার্ড কাউন্সিলর মিজান, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত সরকার ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার মোল্লা।
এর আগে মনোনয়নপত্র পত্র সরবরাহের তারিখ ছিল গত ২০ নভেম্বর হইতে ২২ শে নভেম্বর শুক্রবার পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ছিল ২০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ২৪ শে নভেম্বর সোমবার এবং মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ ছিল ২৫ নভেম্বর মঙ্গলবার। তারপর পরেই প্রচার-প্রচারণা শেষে ৭ ডিসেম্বর শনিবার সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ সম্পন্নের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব পায়।
প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক, কবি ও লেখক আনোয়ার হোসেন সরকার এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৭ ডিসেম্বর ২০২৪