চাঁদপুর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে হাজীগঞ্জ উপজেলা। আর এ উপজেলায় নতুন ইউএনও হিসাবে বৃহস্পতিবার যোগদান করছেন মোমেনা আক্তার। তিনি চট্রগ্রামের বাঁশখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে বদলি হয়ে প্রহেলা এপ্রিল বৃহস্পতিবার যোগদানের কথা রয়েছে।
এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি হিসাবে ২০১৮ সালে কর্মরত ছিলেন। তার দেশের বাড়ি কুমিল্লা জেলায়।
হাজীগঞ্জের বর্তমান ইউএনও বৈশাখী বড়ুয়া টানা সাড়ে ৩ বছর দায়িত্ব পালন করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, চাঁদপুরে আমি অনেক আশা নিয়ে বৃহস্পতিবার যোগদান করবো। এর আগেও এই জেলায় কর্মরত ছিলাম। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই।
প্রতিবেদকঃজহিরুল ইসলামম জয়,৩১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur