হাজীগঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত কামাল হোসেন গাজী নামের এক আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮ টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজার কচুয়া রোডের মাথা থেকে থানার এস আই মান্নান গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করে।
জানা যায়, কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত আ. গফুর গাজীর ছেলে কামাল হোসেন গাজী (৩৮)। লক্ষ্মীপুর ও কচুয়া উপজেলার দুটি মামলার ওয়ারেন্ট নিয়ে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল।
এছাড়াও তার বিরুদ্ধে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। হাজীগঞ্জ বাজারেও বড় ধরনের একটি চাঞ্চলকর ঘটনার নায়ক ছিল এ ওয়ারেন্ট আসামী কামাল।
থানার ডিউটি অফিসার আনোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও কচুয়া দুইটি মামলা রয়েছে বলে আটক করা হয়। বাকিটা অফিসার ইনচার্জ বলতে পারবে।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৯:০৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur