Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ?
হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ?

হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ?

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে নৌকায় কে উঠছেন এ নিয়ে সরগরম এলাকাবাসী। চায়ের কাপে ঝড় চলছে সকাল থেকে বাড়ি ফেরা অবধি।

এসব আলোচনায় একরকম ঘী ঢেলে দিয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু উড়োসংবাদ ও ছবি।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ কর্মীরা তাদের ওয়ালে পছন্দের প্রার্থীদের নিশ্চিত মনোনয়নের সংবাদ পোস্ট করে শেয়ার করছেন।

হাজীগঞ্জ শাহরাস্তিতে বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন পাবার সংবাদে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। অথচ এখন পর্যন্ত দলের হাইকমান্ড হতে মনোনয়ন সংক্রান্ত নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ না হয়নি।

ফেইসবুকে এই আসনে বেশ ক’জন প্রার্থীর মনোনয়নের খবরে জনসাধারণ বিভ্রান্ত হয়ে স্থানীয় সংবাদকর্মীদের ফোন দিচ্ছেন। জানা গেছে, দলের পক্ষ হতে এ ধরণের সংবাদের নিশ্চায়ন না থাকায় বিভ্রান্তির জবাব দিতে রীতিমত হিমশিম খাচ্ছে সাংবাদিকরা।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন ফরম প্রার্থীদের হাতে পৌঁছানোর পরই জনগণের এ কৌতুহল মেটানো সম্ভব।

প্রসঙ্গত এবারেও নৌকার মনোনয়ন চান বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, দুদকের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার সালাহ উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তাসহ অনেকেই।-যুগান্তর

বার্তা কক্ষ
২১ নভেম্বর,২০১৮