২০১৫ এপ্রিল ০৮ ১৪:৩৮:৫৭
হাজীগঞ্জ প্রতিনিধি :
জেলার হাজীগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের পৌর শ্মশানঘাট এলাকার ডাকাতিয়া নদীর পাড় থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় রুবেল হোসেন জানান, এলাকাবাসী নদীতে গোসল করতে এসে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ফাইল ছবি।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur