৩৪শস বিসিএসে উত্তীর্ণ হয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোশারেফ হোসেন এখন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। তিনি ২০১৯ সালে ১৫ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় যোগদান করেন।
তার বাবা মুক্তিযোদ্ধা মো. আবু জাফর ভূঁইয়া জীবনের শেষ দিন পর্যন্ত উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারই সুযোগ্য পুত্র মো. মোশারেফ হোসাইন একের পর এক মেধাশক্তি খাটিয়ে এ দেশের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন।
মো. মোশারেফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাড়াইল উপজেলায় গত (২৬ নভেম্বর) শেষ কর্মদিবস পালন করেন।
বিদায়ী এসি (ল্যান্ড) মো. মোশারেফ হোসাইনকে ‘বিদায় সংর্ধ্বনা’ দেওয়া হয়েছে মঙ্গলবার (২৬ নভেম্বর) তাড়াইল অফিসার্স ক্লাব মিলনায়তনে। এ ‘বিদায় সংর্ধ্বনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও তাড়াইল অফিসার্স ক্লাবের সভাপতি মো. তারেক মাহমুদ।
সাত মাস এগার দিন অল্প সময়ে দায়িত্ব পালনকালে সর্বস্তরের মানুষের কাছে মো. মোশারেফ হোসাইন জনবান্ধব সহকারি কমিশনার (ভূমি) হিসেবে ব্যর্থতার চেয়ে সফলতার পাল্লাই ভারী।
সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোশারেফ হোসাইন বলেন, মানুষকে সেবা দেওয়াই আমাদের মূল কাজ। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কেউ ভোগান্তির শিকার হবে-এটা কোনোভাবেই কাম্য নয়।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ২৭ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur