হাজীগঞ্জের ক’টি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিতসভা

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়নকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রত্যেক ইউনিয়নে বর্ধিত সভা চলমান রয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল থেকে ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিন,৭নং বড়কূল পশ্চিম ও সন্ধ্যায় ৬টায় ৬নং বড়কূল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী মো.মাঈন উদ্দিনের পরিচালনায় সভার কাজ শুরু হয়।

সকাল ১০ টায় গন্ধর্ব্যপুর ইউনিয়নের দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।

এতে ৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম শোভন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. সিরাজুল ইসলাম, দুলাল হোসেন ও উপজেলা যুবলীগের সদস্য মো. শাহাদাৎ হোসেন ।

অপরদিকে ওই দিন বিকালে ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় মনোয়ন প্রত্যাশী ১ জনের নাম প্রস্তাব আসে । ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী । তবে এ মুক্তিযুদ্ধার গনজোয়ার দেখে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত সর্বশেষ ছাড় দিবেন বলে নেতাকর্মীদের দাবি।

ওই দিন রাতে ৬নং বড়কুল ইউনিয়ন থেকে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রতিক চেয়েছেন ১৯ জন প্রার্থী।এদের মধ্যে ইউনিয়ন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বীর মুক্তিযুদ্ধা আসমত উল্লা হাসু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কবির হোসেন মিজি, , ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. আহসান হাবিব ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.মজিবুর রহমানসহ ১৯ জন প্রার্থী।

এসব বর্ধিত সভায় উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া,কাজী আনোয়ারুল হক মোল¬া,আলী আশ্রাফ দুলাল,যুগ্ন-সাধারন সম্পাদক আ.মান্নান,সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ,শাহাদাত হোসেন মজুমদার ,অর্থ বিষয়ক সম্পাদক আশফাকুল আলম চৌধুরী,তথ্য ও গবেশনা সম্পাদক আবু তালেব লিঠন, সদস্য বিল¬াল হোসেন মজুমদার,সিরাজুল ইসলাম,উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদ ইকবাল, ১০নং গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু,সাধারন সম্পাদক খোরশেদ আলম শোভন, কালচোঁ দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাঈনউদ্দিন মিজি,২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন,সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন, এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামলীলীগের তৃনমূল নেতৃবৃন্দ।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

Share