হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার করোনা রির্পোট প্রজেটিভ আসলে সব যেন নড়েছড়ে বসে। ২৯ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর-সিভিল সার্জন অফিস সৃত্রে এ খবর প্রকাশ পায়।
খবর পেয়ে ইউএনও বৈশাখী বড়ুয়া দ্রুত তার বাসাকে হোমকোয়ারেন্টেন হিসাবে বেচে নেন।
এদিকে উপজেলা হাসপাতালে ইউএনও স্বামী, সন্তান, মা, তার ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার আক্তারুজ্জামান, ইউএনও অফিসের অফিস সহকারী মো.নাছির, উপজেলা পরিষদের অফিস সহকারী মামুন, বার্তা বাহক এননাম, নাইটগার্ড মিজান, মনিরসহ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা হাসপাতালে কিট না থাকায় বাকীদের বৃহস্পতিবার সংগ্রহ করার কথা রয়েছে।
এ বিষয়ে ইউএনও কিংবা তার অফিসের নমুনা প্রদানকারী কাহারো সাথে বার বার যোগাযোগ করেও বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সোহেব আহমেদ চিস্তী এ সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ইউনএও রির্পোট প্রজেটিভ হাতে পাওয়ার পরপরই তার পরিবারের সদস্যসহ গাড়ীর ড্রাইভার ও ইউএনও অফিসের দায়িত্বরত চতুর্থ শ্রেনীর কর্মচারীদের নমুনা সংগ্রহ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা জানান,‘তিনি তার সরকারি কোয়াটার বাসায় হোমকোয়ারেন্টেন হিসাবে বেচে নিয়েছেন।’
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২৯ এপ্রিল ২০২০