হজের প্রস্তুতি : হাজিদের সার্বিক সুবিধায় আলোকসজ্জা

হজের প্রস্তুতি হিসেবে পবিত্র মক্কা নগরীর হজের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা নিশ্চিত করা হয়েছে। হাজিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে ইতিমধ্যে হজের স্থানগুলোতে ৮৭৫টি বাতির স্তম্ভ স্থাপন করা হয়েছে।

মক্কার মিউনিসিপলটি বিভাগ জানায়, রাতের বেলা হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে পবিত্র স্থান- আরাফা, মুজদালিফা ও মিনায় বাতির স্তম্ভ স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ করতে ৩৫৩টি প্যানেল স্থাপন করা হয়। এছাড়াও মক্কায় এক লাখ ২০ হাজারের বেশি লাইটিং ইউনিট আছে। এক লাখ ১০ হাজার লাইটিং পোল ও টাওয়ার আছে এবং এক হাজার ৯ শ টি বিদ্যুৎ সরবরাহের প্যানেল আছে।

পবিত্র মক্কা নগরী ও হজের স্থানগুলোর আলোকসজ্জা নিশ্চিত করতে বিশেষজ্ঞ ইউনিট সার্বক্ষণিক কাজ করছে। এছাড়াও সার্বক্ষণিক বিদুৎ সরবরাহসহ হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে মক্কার বিশেষজ্ঞ দল।

করোনা সংক্রমণ রোধে এবার সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার ব্যক্তি হজ পালন করতে পারবে। গত ২৩ জুন পর্যন্ত আগ্রহী ৫ লাখ ৫৮ হাজার ২৭০ জন হজে অংশ নিতে আবেদন করেছেন। আগামী ৯ জুলাই (২৯ জিলকদ) পর্যন্ত চূড়ান্ত বাছাই পর্ব চলতে থাকবে।

এবারের হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা হজের ১৪ দিন আগে করোনা টিকার উভয় ডোজ বা একটি ডোজ নিয়েছেন এবং ইতিপূর্বে হজ পালন করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।(সূত্র : আল আরাবিয়া )

আন্তজার্তিক ডেস্ক, ০৫ জুলাই, ২০২১;

Share