Home / চাঁদপুর / হাজারও মানুষের ভালোবাসায় শেষ বিদায় নিলেন অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান
হাজারও

হাজারও মানুষের ভালোবাসায় শেষ বিদায় নিলেন অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান

চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান। ১১ আগস্ট বাদ জোহর চাঁদপুর স্টেডিয়ামে জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা। জানাজায় চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপির হাজার নেতাকর্মীরা তাকে শেষ বারের মতো বিদায় জানাতে জানাজায় অংশগ্রহণ করেন।

এছাড়াও জেলা জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ অংশগ্রহণ করেন। অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ ছিলেন। তিনি রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া চাঁদপুর আদালতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণ সভা আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।

স্টাফ রিপোর্টার/ ১১ আগস্ট ২০২৫