হাঙরের হানার চেয়েও বিপজ্জনক সেলফি তোলা। কীভাবে? একটি ছোট্ট পরিসংখ্যানে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যাবে।
সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০১৫ সালে এখন পর্যন্ত সারা বিশ্বে মোট ১৫ জন মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ খুইয়েছেন। অন্যদিকে হাঙরের আক্রমণে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৮ জন।
সম্প্রতি তাজমহল দেখতে এসে সিঁড়িতে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ জাপানি পর্যটক। এছাড়া আরও চারজন মানুষ সেলফি তুলতে গিয়ে একইরকমভাবে পড়ে প্রাণ খুইয়েছেন।
এসব ছাড়া সেলফির নেশায় ট্রেনের ধাক্কায় আহত ও নিহত হয়েছেন বেশ কিছু মানুষ। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ‘মাশেবল’। জানা গিয়েছে, এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে এক যুবক গুলি ভরা বন্দুক গলায় ঠেকিয়ে সেলফি তুলতে যান। তখনই গুলি বেরিয়ে মারা যান তিনি।
অন্যদিকে, সেলফির মারাত্মক প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করতে শেষপর্যন্ত প্রচার শুরু করেছে রাশিয়া সরকার। সেটার নাম ‘সেফ সেলফি’। সবাই যাতে দেখেশুনে বিপদ বুঝে সেলফি নেন, সেটা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ বলে জানা গেছে।
|| আপডেট: ০৬:২২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫