চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গত কিছুদিন পূর্বে সম্পন্ন হয়েছে। ৮মার্চ রবিবার ওই কমিটির নির্বাচিত সদস্যদের মাধ্যমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এম.এ রশিদ। সহকারি নির্বাচন কমিশনার ছিলেন মোঃ আরিফ হোসেন, হাজী মোহাম্মদ আলী ও মির্জা মোঃ আনিসুর রহমান। গত ১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ৬৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন উপদেষ্টা পরিষদের মোঃ হুমায়ুন কবির, আবু ইউসুফ, হোসেন মোল্লা সহ আরও অনেকে।
নির্বাচনে সফিক মোবাইল কর্নারের স্বত্বাধিকারী মোঃ সফিকুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। শপিং সি দোকানের সত্ত¡াধিকারি মোঃ আব্দুল মোতালেব মিলন পুনরায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অন্যান্য পদে বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি নুহা ক্লথ ষ্টোরের সত্বাধিকারি মোঃ কামরুজ্জামান মিয়া, সহ-সভাপতি অয়ন টেলিকমের সত্ত¡াদিকারি পার্থ প্রতীম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক আরজু ফ্যশনের সত্বাধিকারি মোঃ বদরুজ্জামান শিপন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পদে স্মার্ট পয়েন্টের সত্বাধিকারি মোঃ ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক পদে প্রজাপতি স্বত্বাধিকারি মোঃ মাহবুব আলম কিরন, প্রচার সম্পাদক পদে লোটো সত্বাধিকারি মোঃ জিয়াউর রহমান টিপু, সমাজকল্যাণ সম্পাদক পদে আর.টু সত্বাধিকারি মোঃ হাসান উল্লাহ, সম্মানিত সদস্যপদে আইটি ওয়ার্ল্ডের মোঃ আরিফ হোসেন জসিম ও ব্ল্যাক লাইন সুজ এর সত্বাধিকারী মোঃ মুশফিকুর রহমান।
এই কমিটি ২০১৮ ও ২০১৯ সালের জন্য নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur