কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের পানিতে গোসল করতে নেমে আলমগীর (২০) ও রনি (২২) দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জন হলেন গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. আলমগীর (২০) ও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ানবাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে রনি (২২) ।
পুলিশ জানায়, আলমগীর গাইবান্ধা থেকে ২০-২৫ জন বন্ধুর সঙ্গে নিকলীর হাওরে ঘুরতে আসেন। অন্যদিকে নিখোঁজ রনিও ৩০-৩৫ মিলে ঢাকা থেকে নিকলীতে আসেন। পরে নিকলী বেড়িবাঁধ থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গোড়াদিঘা এলাকায় যান তারা। সেখানে ঘোড়াউত্রা নদীতে নেমে গোসলের আলমগীর এবং রনি নিখোঁজ হন।
নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই জনের খোঁজে শুক্রবার থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযান চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur