হাজীগঞ্জ

হাওড়ে দুর্গতদের পাশে দাঁড়ালো ইউইউএইচআরবিএফ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অফ বাংলাদেশ ফাউন্ডেশন (ট.ট.ঐ.জ.ই.ঋ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ত্রাণ সংগ্রহ করা হয়েছে।

এসব ত্রাণ সুনামগঞ্জের হাওড় অঞ্চলের অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্য বুধবার (১০ মে) বিকালে প্রতিনিধিদলকে বিদায় বিদায় দেয় চাঁদপুর জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান রনি, সচিব মো. জুয়েল রানা তালুকদার, যুগ্ম সচিব নাহিদুল ইসলাম সোহেল, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হোসেন নয়ন।

প্রতিনিধিদলের চাঁদপুর জেলা ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ও উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত এর কাছে নগদ অর্থ ও বস্ত্র তুলে দেয়া হয়।

বুধবার রাতেই প্রতিনিধিদল সুনামগঞ্জের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে চাঁদপুর ত্যাগ করেছেন।

উক্ত ত্রাণ সামগ্রী সংগ্রহে যাহারা সহযোগিতা করেছেন সকলকে চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতার পাশাপাশি সর্বস্তরের মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জনিয়েছেন সংস্থার সচিব মো. জুয়েল রানা তালুকদার ।

প্রতিনিধিদল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে উক্ত ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন বলে জানিয়েছেন। (টটঐজইঋ) চাঁদপুর জেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবুর রহমান রনি।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ২: ৩৭ এএম, ১১ মে ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share