Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ গুপ্টি পূর্বে হাইস্পিড ফাইবার লাইন স্থাপন
হাইস্পিড

ফরিদগঞ্জ গুপ্টি পূর্বে হাইস্পিড ফাইবার লাইন স্থাপন

আইসিটি মন্ত্রনালয়ের ব্রটব্যান ফাইবার হাই স্পিড ওপটিক্যাল ক্যাবল লাইন সিঙ্গাপুর থেকে সরাসরি ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে পৌঁছে গেছে।

গত কয়েক মাসে লক্ষীপুর জেলা থেকে ফরিদগঞ্জের সড়কের পাশে মাটির তলদেশ হয়ে ফাইবার ক্যাবল লাইনের কাজ করতে দেখা যায়।

প্রায় ৬ মাসে চলমান কাজ বর্তমানে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংযোগ স্থাপনের কাজ করতে দেখা যায়।

সাইট প্রজেক্টর মো. নাছির উদ্দিন বলেন, সরকার সুবিধাবঞ্চিত এলাকার ব্রটব্যান কানেক্টিভিটি স্থাপন করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ সব কার্যক্রম ইন্টারনেট নির্ভর হিসাবে গড়ে তোলবে। বর্তমানে দেশে আইসিটি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার লক্ষে কাজ শেষ পর্যায়। এ প্রকল্পে ফরিদগঞ্জের ৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে গুপ্টি পূর্ব ইউনিয়নের কাজ সবার আগে উদ্বোধন হবে।

এ সংযোগ পেয়ে গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. গনি পাটোওয়ারী বাবুল তাৎক্ষনিক প্রতিক্রিয়া বলেন, ফরিদগঞ্জের পূর্ব অঞ্চলের অবহেলিত ইউনিয়নের মধ্যে আমার পরিষদকে হাই স্পিড ওপটিক্যাল ক্যাবল লাইনের আওতায় আনায় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়