চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য হল রুমে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ মামুন রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী, ডাঃ আবদুল্লাহ আল মামুন, হাইমচর প্রেসক্লাব সহসভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ শাহআলম মিজি, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শক মোঃ বেনজির হোসসেন।
কর্মশাল নিরাপদ সড়ক, ডুবে মারা যাওয়া ও নৌ নিরাপত্তা নিয়ে আলোচনা মাধ্যমে সচেতনতা করার করনী বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়।
প্রতিবেদক: মো. ইসমাইল, ২০ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur