হাইমচর সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন
চাঁদপুরের হাইমচর সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে রক্তদান গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করে হাইমচর সরকারি কলেজ ছাত্রদল। ক্যাম্পেইন চলাকালীন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সিনিয়র সভাপতি খালেদ হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। এছাড়াও নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিফাত, অয়ন সিকদার, মহিন, সজিব গাজী, শাহীন তালুকদার, জিহাদ, নওসিন সহ আরও অনেকে।
দিনব্যাপী এই কার্যক্রমে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন ‘লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর’-এর সভাপতি মোঃ রিয়াদ হোসেন শিকদার।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, ছাত্রদলের মূল লক্ষ্য কেবল রাজনীতি নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ক্যাম্পেইনে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের রক্তের গ্রুপ জেনে নেন।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৮ জানুয়ারি ২০২৬