চাঁদপুরের হাইমচর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস ও আলোচনা সভা রোববার (১০ জুলাই) কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন ‘ভবিষ্যৎ প্রজম্মকে রক্ষা করতে হলে আমাদের আরও চৌকস হতে হবে। দেশে যে ভাবে জঙ্গি বাড়ছে তাদের প্রতিহত করার জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠিত ওরিয়েন্টশন সভায় কলেজের অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো. মোকলেছুর রহমান মুকুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, হাইমচর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, পরিসংখ্যান বিভাগের প্রভাসক দুলাল কৃত্তনিয়া, নবাগত শিক্ষার্থী আবুল হাসনাত, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
প্রতিবেদক- বি এম ইসমাইল, স্টাফ করেসপন্ডেন্ট, হাইমচর
: আপডেট, বাংলাদেশ সময় ৮:২০ পিএম, ১০ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur