হাইমচর

হাইমচর যুবলীগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন যুবলীগের আয়োজনে যুবলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা সোমবার (১১ জানুুয়ারি) জুনিয়র হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মোঃ মনির হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আতিকুর রহমান পাটওয়ারী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবলীগ সিনিঃ যুগ্ন আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন চরভৈরবী ইউপি সাবেক চেয়ারম্যান জালালউদ্দিন চোকদার, হাইমচর ইউনিয়ন আ’লীগ সভাপতি জুলহাস সরকার, উপজেলা যুবলীগ যগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, ইলিয়াছ লিটন, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক, নীলকমল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নবাব মোল্লা, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দিন মোল্লা, মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক পলাশ, মো. সোহেল পাটওয়ারী, মিজানুর রহমান, মো. রাজু পাটওয়ারীসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ।

হাজারো দর্শকের উপস্থিতে খেলায় অংশগ্রহণ করেন আদর্শ সুরবী একাদশ বনাম জিকে ইস্ট বেঙ্গল ফুটবল একাদশ। উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে আদর্শ সুরবী একাদশ ২ গোলে জিকে ইস্ট বেঙ্গলকে পরাজিত করেন।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

।। আপডেট : ০২:৫০ এএম, ১২ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার

ডিএইচ

Share