হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে মা কচিকাঁচা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন বৃহত্তর কমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষা সচিব মো. ওমর ফারুক।
বিকেলে কিন্ডারগার্টেনের পরিচালক হাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ খাজা মাঈনুদ্দিন।
আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট , চাঁদপুর টাইমস
|| আপডেট: ১০:১৪ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur