হাইমচর

হাইমচর বালিকার সহকারী প্রধান শিক্ষক রাধেশ্যাম মাঝি আর নেই

হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৭৭সালের ব্যাচের ছাত্র এবং হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব রাধেশ্যাম মাঝি ২২ডিসেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ৯ টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জে তার নিজের বাসায় শেষ নি:শ্সব ত্যাগ করেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর। তিনি এক মেয়ে,এক ছেলে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্ম জীবনে তিনি নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত ছিলেন।

তিনি ছিলেন খুবই দক্ষ এবং আন্তরিক। শিক্ষার্থীদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পড়াতেন। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল। তাঁর মৃত্যুতে এলাকায় এবং বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। চাকুরির শুরুতে তিনি চাঁদপুরের স্থানীয় পত্রিকায় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন।

এছাড়াও তিনি শহীদ কাইউম পাঠাগারের উপদেষ্টা ছিলেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং তার আত্মার সদগতি কামনা করছি।

করেসপন্ডেন্ট , ২৩ ডিসেম্বর ২০২০

Share